• ঢাকা বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১
logo

চাঁদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ-সচেতনতায় মাসব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩
ছবি: আরটিভি

‘আতঙ্ক নয় সচেতনতা, ডেঙ্গু নয় সুস্থতা’ স্লোগানে চাঁদপুর পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে-সচেতনতা সৃষ্টি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংসে মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক।

চাঁদপুর পৌরসভার প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভার মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। ওষুধ ছিটানোর কার্যক্রম নিয়মিত কার্যক্রম যা অব্যাহত রয়েছে। এ ছাড়া রাস্তা, ড্রেন, ডোবা-নালাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে ঝোঁপ, ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। উড়ন্ত মশা নিধনের জন্যও বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে মশার স্প্রে প্রদান করা হয়েছে।

পরে শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা মশা মারার ফগার ম্যাশিন দিয়ে কার্যক্রম চালায়।

এ সময় চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক মফিজ উদ্দিন হাওলাদার, মহিলা কাউন্সিলর ফেরদৌসি আক্তার, পৌরসভার হিসাবরক্ষক মশিউর রহমান, চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্ন শাখার পরিদর্শক মো. শাহজাহান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্ন শাখার পরিদর্শক মো. শাহজাহান খান জানান, চাঁদপুর পৌরসভায় ফগার মেশিন ১২টি স্প্রে লার্ভা মেশিন ১৫টি রয়েছে। প্রতিদিন মোট ৪০ জন শ্রমিক বিভিন্ন ভাগে পরিচ্ছন্ন কাজ করে থাকে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৮৫৪
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০১
যেসব লক্ষণ দেখলে দ্রুত ডেঙ্গু টেস্ট করবেন
লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়: হাসান আরিফ