• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ফজলে করিমের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩
ছবি: সংগৃহীত

রাউজান উপজেলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গহিরায় এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারি থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ায় সেটিও অবৈধ হয়ে যায়। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে। অন্যদিকে নগরের খুলশী এলাকায় এ বি এম ফজলে করিম চৌধুরীর একটি ফ্ল্যাটেও অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, এ বি এম ফজলে করিম চৌধুরীর বাড়ির আলমারিতে থাকা একটি পয়েন্ট ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল, বাকি অস্ত্র অবৈধ।

গত ১৯ সেপ্টেম্বর এ বি এম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর কারাগারে
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ বিডিআর জওয়ান
বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২