সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে মামলা
![ড. আব্দুর রাজ্জাক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/09/26/image-292911-1727344781.jpg)
টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট আদালত থেকে জানানো হয়, বিচারক মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এর আগে, বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছালে ড. আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশকয়েকজন আন্দোলনকারী আহত হন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আরটিভি/এফএ
মন্তব্য করুন
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
![হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302842-1733294838.jpg)
ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র
![ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302944-1733330944.jpg)
মাহফিলে যাওয়ার পথে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
![মাহফিলে যাওয়ার পথে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/06/image-303249-1733496461.jpg)
পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব
![পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/08/image-303515-1733644648.jpg)
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
![কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/10/image-303792-1733771743.jpg)
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...
![ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/10/image-303833-1733812415.jpg)
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
![হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/10/image-303930-1733842233.jpg)