• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সাপের ছোবলে নারীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪
ছবি : আরটিভি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে সামিয়া আক্তার বুলবুলি (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সামিয়া আক্তার ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে।

মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান। এ সময় রান্নাঘর থেকে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া।

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাসপ্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার 
এক কোরালের দাম ২০ হাজার টাকা
চাকরির খোঁজে এসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের