• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ, ২৬ ঘণ্টা পর মিলল বাবা-মেয়ের মরদেহ 

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮
ছবি : আরটিভি

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়া বাবা-মেয়ের মরদেহ ২৬ ঘণ্টা পর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধলেশ্বরী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন, সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী ছিলেন। আর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে খবর আসে নিখোঁজ বাবা মেয়ের মরদেহ নদীতে ভেসে উঠেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার রাহির চর খেয়াঘাট এলাকায় মেয়েকে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নামেন মহিদুর রহমান। ভেসে থাকতে প্লাস্টিকের বোতল সঙ্গে করে আনেন তারা। কিন্তু বোতলে পানি ঢুকে যাওয়ায় মেয়ে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টায় মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্থল-কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

উদ্ধারকারীদের দল সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও খুঁজে পেতে ব্যর্থ হন। পরে সন্ধ্যা হয়ে গেলে সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
যে কারণে পুলিশের ভাইভা দিতে এসে গ্রেপ্তার হলেন ৩ প্রার্থী
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার