• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সখীপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা‌র

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪
ছবি : আরটিভি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামে বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার এবি ব্যাংকের একটি উপশাখা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তিনি পাহাড়কাঞ্চনপুর এলাকার মো. নূরু মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, রায়হান গতকাল সপরিবারে বোনের বাড়ি কাহারতা বেড়াতে আসেন। আজ সকালে অফিসের যাওয়ার জন্য গোসল করার জন্য পানির পাম্পের ভেজা সুইচে হাত দিলে শরীর বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২
ঘাটাইলে এক মাসে পাঁচ ডাকাতি