• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪
ছবি : আরটিভি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের ১২৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকান থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ডাকাতিয়ার বড় বাজারের আসমতের দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের সরকারি চাল উদ্ধারসহ দুই জনকে হাতেনাতে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করে ইউএনও।

সরকারি চাল উদ্ধার বিষয়ে ভালুকার ইউএনও আলীনূর জানান, দোকানের ভিতরে খাদ্যবান্ধব কর্মসূচি প্রকল্পের চাল সরকারি বস্তা পালটিয়ে প্লাস্টিকের বস্তায় চাল ভরে অন্য উপজেলায় নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এ সময় চালসহ দুই কালোবাজারিকে আটক করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আ.লীগ কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিল: প্রিন্স 
‘যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনও অর্জিত হয়নি’
ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত