• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মমেক চিকিৎসকের

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮
ছবি : আরটিভি

ময়মনসিংহ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টায় ময়মনসিংহ নগরীর বাউন্ডারি সড়কের জমির মুন্সি লেনের বাসায় এ ঘটনা ঘটে।

ডা. নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। নোমানের স্ত্রীও ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি শেষে বাসায় ফেরেন ডা. নোমান। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে চার্জ দেওয়া মোবাইল ফোনে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন পোড়া গন্ধ পেয়ে নোমানের রুমে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকদের অনাপত্তি পত্র নিয়ে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দিতে হবে: জোনায়েদ সাকি
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আ.লীগ কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিল: প্রিন্স 
‘যে স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, তা এখনও অর্জিত হয়নি’
ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত