• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারে ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪০
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে দীর্ঘদিন থেকে জরাজীর্ণ সরকারি কলেজ সড়কটি সংস্কার করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির নেতৃত্বে দিনব্যাপী সড়কটি মেরামত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান শাওন, যুগ্ম আহ্বায়ক মো. রনি, ইমতিয়াজ আহমেদ বাবু, আর এন রাজু।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, লক্ষ্মীপুর সরকারি কলেজ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী চলাচল করে। এছাড়া কয়েকটি এলাকার বাসিন্দাদের নিয়মিত চলাচল এ সড়ক দিয়ে। কিন্তু টানা বৃষ্টি ও বন্যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়। এতে জনদুর্ভোগ তৈরি হয়। তাই সরকারি কলেজ ছাত্রদল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১