• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে যুবককে নির্যাতন, ১৩ দিন পর মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৭
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা নাসির উদ্দিন ওইদিন রাত ১১টায় শ্রীপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নিহত ইসরাফিল শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। শৈলাট মেডিকেল মোড় মসজিদের ব্যাটারি চুরির হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

আসামিরা হলেন, একই ইউনিয়নের শৈলাট মেডিকেল মোড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে কামরুল হাসান লিটন (৫০), মৃত খলিলুর রহমানের ছেলে বাবুল মণ্ডল (৪৫) এবং মৃত টেপপাঞ্জুর ছেলে শফিকুল ইসলাম (৩২) সহ অজ্ঞাত ৬/৭ জন। কামরুল হাসান লিটন গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নিহতের বাবা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযুক্তরা ছেলে ইসরাফিলকে গলায় চেপে ধরে বাড়ি থেকে ডেকে শৈলাট মেডিকেল মোড় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে মসজিদের ব্যাটারি চুরির মিথ্যা অপবাদে তাকে হাত পা বেঁধে শরীরে গরম পানি ঢেলে দেয়। একপর্যায়ে তারা রড ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে পিটিয়ে দুই পা ভেঙে ফেলে দুপুর ২টা পর্যন্ত মাঠে ফেলে রাখে। শরীরের গরম পানি ঢেলে দেওয়ায় ইসরাফিলের দুই পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফোসকা পড়ে যায়। খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে। হামলাকারীরা তার ছেলেকে চাপ প্রয়োগ করে তাদের শেখানো জবানবন্দি ও সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং ছেলের বাবার কাছ থেকেও জোরপূর্বক নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয়। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হামলাকারীরা আমাকেসহ আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনাস্থল থেকে আমার ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখি। অবস্থার অবনতি হলে বুধবার (২৬ সেপ্টেম্বর) ওই হাসপাতাল থেকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত কামরুল হাসান লিটনকে ফোন দিলে বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের বাবা গত রাতে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুতার আঠা খেয়ে শ্রমিকের মৃত্যু
চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
গায়কের মৃত্যুর পর ভাইরাল ১৪ বছর আগের টুইট
নসিমনের চাপায় গৃহবধূ নিহত