• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সেনবাগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৮
সেনবাগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ছবি : আরটিভি

বানভাসি মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসে দিনব্যাপী ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন ও শিশু রোগ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা ৬ শতাধিক রোগীকে সেবা ও রোগীদের ফ্রি ওষুধ প্রদান করা হয়। এ উপলক্ষে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাওয়াজ, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস ছাত্তার বিএসসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ফাউন্ডেশনের সেক্রেটারি ইসহাক প্রমুখ।

পরে বন্যায় বানভাসিদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্যরদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার