• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

টেকনাফে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক 

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিদেশি জিথ্রি রাইফেল, ম্যাগাজিন ও গুলিসহ মো. শহীদ (৩৭) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মো. শহীদ টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সৈয়দ আহমদের ছেলে।

স্টেশন কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, শহীদ দীর্ঘদিন মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করছিল। এ খবরে রাতে টেকনাফ বিসিজি কোস্টগার্ডের সদস্যরা তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় একটি জিথ্রি রাইফেল ও ম্যাগাজিনের ৮ রাউন্ড গুলি এবং একটি দেশীয় চাপাতিসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

আরটিভি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে পাকিস্তানে গিয়ে ভারতীয় যুবক আটক
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
সীমান্তে যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ