• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বেনাপোল দিয়ে দুই চালানে ভারত গেল ৯৯ টন ইলিশ

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬
ফাইল ছবি।

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আরও ৪৫ টন ২০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২০ ট্রাকে করে ৫৪ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়। দুদিনে বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি হলো ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি ইলিশ। প্রতি কেজি ইলিশ রপ্তানি হচ্ছে ১০ মার্কিন ডলারে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মান যাচাই শেষে ছাড়পত্র দেয় বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে জানান, এনিয়ে দুদিনে ৯৯ টন ৬৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হলো। মান যাচাই করে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন বন্দর দিয়ে দুই হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর
বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই: এম সাখাওয়াত