নবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়
দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
এ সময় জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা নায়েবে আমীর ডা. মুহাদ্দসি এনামুল হক, নবাবগঞ্জ উপজলো জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম, সাবকে উপজেলা চেয়ারম্যান নূরে আলম ছিদিক্কি, উপজলো জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি সলেমি রজো, নবাবগঞ্জ প্রেস ক্লাবরে সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক ইয়ামনি সরকার, রোকনুজ্জামান, আতিকুল ইসলাম, ওসমান আলী, রুহুল আমনি, সানাউল্লাহ, আব্দুল মতিনসহ অনেকে উপস্থতি ছিলেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন