আখাউড়া-কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে দুর্যোগকালীন এককালীন বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কসবার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও আখাউড়ার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া আলহাজ শাহ আলম উচ্চবিদ্যালয়ে এ দুর্যোগকালীন বৃত্তি নগদ অর্থ প্রদান করেন সেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন এসএইচডিও অব গুরিয়ারুপ।
আয়োজকরা জানান, আখাউড়া-কসবা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তারা জানান, জেলার কসবা-আখাউড়া ও বিজয়নগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে দুর্যোগকালীন বৃত্তি নগদ অর্থ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় শিক্ষক মনিরুল ইসলাম, আমির হোসেন, মো. শিমুল, সংগঠনের সভাপতি কাজী মোশাহেদুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ওবায়দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমদে, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাপ্পিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন