• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

ভেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬
ভেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি।

আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের মো. রাজুর ছেলে। সে চন্দনপুর দাখিল মাদরাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এ বিষয়ে চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ বলেন, ‘আব্দুর রহমানকে পুকুরে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে গিয়ে জানায়। তখন পরিবারের ও প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পুকুরে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে স্থানীয় ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে গোসলে নেমে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু