• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষার জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক এস এম কায়চার।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে এ ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটে। পানি এসে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে। যে কারণে ঝরনার ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। কাজ শুরু হয়েছে আজ, শেষে হতে হয়তো দু-চারদিন লাগবে। এজন্য এই এলাকায় পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আরও তো অনেক ঝরনা আছে, খৈয়াছড়া ছাড়া অন্যান্য ঝরনা খোলা থাকবে। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে যাতে ঝরনা যাওয়ার সময় আমাদের স্টাফ বা গাইড নিয়ে ভ্রমণে যায়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে 
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার