• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত মো. ইমরান (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ১০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জনের মধ্যে নগরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সবাইকে সচেতনতা থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশুদের প্রতি আরও যত্নবান হতে গুরুত্বারোপ করেন তিনি।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যা যা নিয়ে এলো পাকিস্তানের সেই জাহাজ
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা