• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭
ছবি : আরটিভি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৮০ টাকা। প্রকার ভেদে ১৪০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে বর্তমান ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে ভারতীয় কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি হিসেবে এখন তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।

কয়েক দিনের টানা বর্ষায় দেশি কাঁচা মরিচের খেত নষ্ট হয়ে গেছে। আবার ভারতেও বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে, এই জন্য ঐদেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন, গত কয়েকদিন আগেও ১৪০ টাকা কেজি কাঁচামরিচ কিনলাম। আজ তার কেজি ২২০ টাকা। হঠাৎ এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ চলবো কি করে?

হিলি বাজারে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, দেশে বর্ষার কারণে কৃষকের খেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচা মরিচের আমদানি একেবারেই নেই। আবার ভারতে টানা বৃষ্টির জন্য ঐদেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আজ প্রকার ভেদে ১৯০ আর ২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক
স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালকের হিলি স্থলবন্দর পরিদর্শন
হিলিতে বাড়ছে কলা চাষ, ভালো দামে খুশি চাষিরা
হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা!