• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

রংপুরে রিমান্ড শেষে কারাগারে আওয়ামী লীগ নেতা

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

রংপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া।

এ সময় আসামি পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী মামলায় জামিনের আবেদন করেন। দুটি আবেদনের শুনানি আগামী ১ অক্টোবর হবে জানিয়ে হাজিরার দিন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুরের বিচারক আসাদুজ্জামান। সেই সঙ্গে আসামি তুষার কান্তি মণ্ডলকে রংপুর কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে, তুষার কান্তি মণ্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১১টি মামলা করা হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই তিনি গা ঢাকা দেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও বরিশাল, বাকিরা কোথায়?
প্রথম পরাজয়কে ‘এলার্মিং’ বললেন সোহান
কারা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ