• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডার গুদামে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১
সুনামগঞ্জে গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন
ছবি : আরটিভি

সুনামগঞ্জ রাধানগর পয়েন্টে গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর রাধানগর পয়েন্টের তৈয়বুর রহমানের গ্যাস সিলিন্ডারের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে ধীরে ধীরে আশেপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পূর্ব মুহূর্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে থাকা কর্মচারীরা বের হয়ে আসেন।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলটি আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর সুবল চন্দ্র।

স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে রাধানগর বাজারের অন্তত সাতটি দোকানের কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

কিন্তু গ্যাস সিলিন্ডারের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানান তিনি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেপ্তার ৪
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১