• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪
নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ফিড ব্যবসায়ী দৌলত হোসেন খানকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে দৌলত হোসেন খানকে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে ট্রাকের ব্যাটারি চুরি করার পাঁয়তারা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয় দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির পশ্চিমে ১০০ গজ দূরে গেলেই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। পরে পোল্ট্রি ফার্মের কর্মচারীরা ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দৌলত হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের দায়ের কোপে মা নিহত
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার নিহত
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে