• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯
সড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত
ছবি : আরটিভি

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মুনতাহা (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির নানি মমতাজ বেগম (৫০)।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো. মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মরজাল বাসস্ট্যান্ডের অদূরে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা নানি মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনি মুনতাহাকে সঙ্গে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
রাজবাড়ীতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর
মির্জাপুরে বাসচাপায় নিহত ১
বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত