• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

খুলনায় ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬
ফাইল ছবি

খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল, আর পুলিশ সদস্যের ভাই, পুলিশ সদস্য ফারজানা ও তার সন্তান খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। গুটুদিয়া পৌঁছালে মোটরসাইকেল থেকে ফারজানা ইয়াসমিন পড়ে গেলে, বিপরীত দিক থেকে আসা ট্রাক ফারজানা ইয়াসমিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকচাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল খুলনা টাইগার্স
সিলেটকে দেড়শর মধ্যেই থামাল খুলনা
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট
১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ