• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৭
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফিলিপনগর ইউপি কার্যালয়ে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টায় ফিলিপনগর গ্রামে ইউনিয়ন পরিষদে নিজের কার্যালয়ে বসে ছিলেন চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু। এ সময় দুজন সন্ত্রাসী কার্যালয়ের খোলা জানালা দিয়ে চেয়ারম্যানকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চেয়ারম্যান মারা যান।

টের পেয়ে চেয়ারম্যান পক্ষের স্থানীয় জনতা সন্ত্রাসীদের ধরতে ছোটাছুটি করতে থাকে। এ সময় সন্ত্রাসীরা লুকিয়ে আছে সন্দেহে মহির উদ্দিন নামে একজনের বাড়ি ঘিরে রাখেন তারা। ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

দুপুর একটায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এলাকার পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করছে পুলিশ। কারা চেয়ারম্যানকে হত্যা করেছে জানার চেষ্টা চলছে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন নইম উদ্দিন সেন্টু।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ার কাহালুতে মুদি দোকানিকে গলা কেটে হত্যা
শরীয়তপুরে যুবকের আত্মহত্যা
আবুধাবিতে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাব বাদ