• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে জান্নাতির মরদেহ উত্তোলন

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৯
দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে জান্নাতির মরদেহ উত্তোলন
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সদরে দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে কবর খুঁড়ে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

গৃহবধূ জান্নাতি বেগম মধ্যপাড়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদরে গৃহবধূ জান্নাতি বেগম বাড়ির টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সে সময় ময়নাতদন্ত না করে তার মরদেহ দাফন করা হয়।

পরে জান্নাতিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করে আদালতে মামলা দায়ের করেন তার পরিবার।

এ বিষয়ে ওসি মাসুদ রানা বলেন, আদালতের নির্দেশে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত সুমাইয়ার মরদেহ উত্তোলন
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসি
গাইবান্ধায় শেখ হাসিনাসহ ১০ জনের নামে মামলা