• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বগুড়ার কাহালুতে মুদি দোকানিকে গলা কেটে হত্যা

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৫
বগুড়ার কাহালুতে মুদি দোকানিকে গলা কেটে হত্যা
ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুর লহরাপাড়া এলাকায় এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা। ওই দোকানির নাম আব্দুল বাছেদ (৬০)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহীনুজ্জামান।

নিহত আব্দুল বাছেদ ওই এলাকার মৃত বসারাতুউল্লাহর ছেলে।

এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান বলেন, রোববার রাত ৯টার দিকে খাওয়া শেষ করে বাড়ির সামনেই রাস্তার পাশে নিজ মুদি দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন আব্দুল বাছেদ। রাতে দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। এ ছাড়াও বাছেদের গলায় রশি দিয়ে পেঁচিয়ে এবং দুই পায়ের রগ কেটে দেন তারা। পরে সোমবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের ধরতে কাজ শুরু করেছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে
বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার