• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
ছবি: সংগৃহীত।

বগুড়ার সদর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাস্থানের দিক থেকে প্রাইভেটকারে করে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। সন্ধ্যায় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল-লেগুনা-লরির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
গাড়ি দুর্ঘটনায় মাশরাফীর মৃত্যু, যা জানা গেল
শুটিং সেটে দুর্ঘটনার শিকার অর্জুন-ভূমি
ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষ, নিহত ১