• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

অনুপ্রবেশের দায়ে সীমান্তে শিশুসহ ২ ভারতীয় আটক

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪২
অনুপ্রবেশের দায়ে সীমান্তে শিশুসহ ২ ভারতীয় আটক
ছবি : আরটিভি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন ৪নং ঘিবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

আটককৃতরা হলেন- ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলার চিচপাড়া গ্রামের ল্যাক্সম্যান গ্যাভান্ডের স্ত্রী কুসুম ল্যাক্সম্যান। এ সময় তার ৫ বছরের মেয়ে গৌরি ল্যাক্সম্যানকেও আটক করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে পুনরায় ভারতে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে শিশুসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩১ জন আটক
পূজার ছুটিতে বেনাপোল সীমান্তে যাত্রী পারাপারে ভিড়
হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশ, ৪ বাংলাদেশি নাগরিক আটক