• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুলকে বাঁচানো গেল না

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৭
আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুলকে বাঁচানো গেল না
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে আহত হয়ে ২ মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম নামে আরও একজন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হবিগঞ্জের মোট নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারিমুল হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কারিমুলের মামা মো. শরিফ বলেন, আমার ভাগনে আন্দোলনে সক্রিয় ছিল। ৫ আগস্ট আন্দোলনের সময় তাকে মারাত্মকভাবে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে। আমার ভাগনের জন্য সবাই দোয়া করবেন।

তিনি বলেন, কারিমুলের মরদেহ এখনো এসে পৌঁছায়নি। আজ রাতে মরদেহ আসবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় জানাজা হবে।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না: সারজিস আলম
নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩ উপদেষ্টাকে আল্টিমেটাম