• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫০
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিশ্বাসপাড়ার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরির্দশক শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ একজন আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিলো বিজিবি
জয়পুরহাটে মুখ থুবড়ে পড়ে আছে ৭ কোটি টাকার প্রকল্প
ঝোপে পাওয়া গেল থানার লুট হওয়া অস্ত্র