• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ২০:৪০
ছবি : আরটিভি

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো ৪ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন। ডলফিনটির পুরো শরীরে চামড়া উঠানো ছিল।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার পূর্বে গঙ্গামতি এলাকায় এটি ভেসে আসে বলে জানান স্থানীয় লোকজন।

স্থানীয় ব্যবসায়ী বেলাল বিশ্বাস বলেন, দুপুরে জোয়ারের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে মৃত ডলফিনটি। এর শরীরের চামড়া উঠে গেছে। দেখে মনে হয়, গত তিন-চার দিন আগে মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ২০২৪ সালে ১১টি মৃত ডলফিনের দেখা মিলেছে এই সমুদ্রসৈকতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা হয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কিছুদিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মিলছে। ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে আমরা মৃত্যুর কথা শুনছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মৃত ডলফিনটিতে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে সৈকতে দুর্গন্ধ না ছড়ায়।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, গতি ফিরছে ব্যবসা বাণিজ্যে 
কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার