রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. বিজয় প্রকাশ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ০৯:৩৫ পিএম


রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. বিজয় প্রকাশ
ছবি : আরটিভি

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. বিজয় প্রকাশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) তিনি এই পদে যোগদান করেছেন। বিকেলে বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই পদে যোগদানের আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল, ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইআইটি, কানপুর থেকে নিয়োগের মাধ্যমে তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন। তিনি ৩৫ বছরের বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে চাকরি করেছেন।

বিজ্ঞাপন

ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্ডিনিয়ান ইনস্টি্টিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নয়াদিল্লি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।

আরটিভি/এএএ 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission