• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ২২:১১
ছবি : আরটিভি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৪০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোমতী নদীর ভাঙনকবলিত এলাকায় বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেককে ৪ বান্ডেল করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায়
কুমিল্লায় অবৈধ অস্ত্রসহ যুবলীগ নেতা জনি গ্রেপ্তার
বরিশালে মদ্যপান অবস্থায় ১২ যুবককে আটক করল সেনাবাহিনী
সুন্দরবন ভ্রমণে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা