যশোরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
যশোরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গুর উচ্চঝুঁকির মধ্যে রয়েছে যশোর।
স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি অক্টোবরে এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে জেলায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে মোট ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যশোর জেলায় চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে জেলার প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। আতঙ্কিত না হয়ে এডিস মশা নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। সে জন্য বাড়ির আশপাশে ও ডোবা-নালা, ময়লা-আবর্জনার স্তূপ, নোংরা ড্রেন নিয়মিত পরিষ্কার করা ছাড়াও ফুলের টব, টায়ার ও ডাবের খোলার পানি ফেলে দিতে হবে।
আরটিভি/এএএ/এআর
মন্তব্য করুন