• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর পাশে নোবিপ্রবি প্রশাসন 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ০৯:৫১
ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর পাশে নোবিপ্রবি প্রশাসন 
ছবি : আরটিভি

রেক্টাল ক্যানসারে আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচে) শিক্ষার্থী মো. ওমর ফারুককে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য দেড় লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ওমর ফারুক তার চিকিৎসার জন্য প্রশাসনের নিকট আবেদন করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসায় সহায়তা করার জন্য দেড় লাখ টাকার একটি চেক প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নোবিপ্রবি শিক্ষার্থীদের বিপদকালে পাশে থাকার চেষ্টা করবে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা
নেশাজাতীয় ট্যাবলেট খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কিশোরের
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন