রাজবাড়ীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা কারাগারে
রাজবাড়ীতে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহরে বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বাচ্চু বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি ও মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমনকি উপজেলার সোনাপুর বাজারে একাধিক সরকারি খাস জমি বাচ্চু ৫ আগস্টের পর নিজের দখলে নিয়েছেন।
সম্প্রতি নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাস ও তার হাতে লাঞ্ছনার শিকার হন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ আরও তিনটি মামলা দায়ের করা রয়েছে।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন