• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৪:০১
যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু নিহত
ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আফরোজা খাতুন নামে ৮ বছর বয়সী একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর গ্রামের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আফরোজা খাতুন ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামে মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা হতে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স চৌগাছা হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার হাকিমপুর ইউনিয়নের তজবিজপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে আফরোজা খাতুন দৌঁড়ে সড়ক পার হতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কের ওপর ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ওই অ্যাম্বুলেন্সে করেই চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ‘মর্মান্তিক এ ঘটনা আমি জানার পরপরই হাসপাতালে ছুটে যাই এবং শোকাহতদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।’

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতলে পাঠিয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
যশোরের মাদরাসার ভাইরাল ভিডিওটি নিয়ে যা জানা গেল
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার