• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

৫২ ঘণ্টা পর আশুলিয়ায় অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৫:৩৩
৫২ ঘণ্টা পর আশুলিয়ায় অবরোধ তুলে নিলেন শ্রমিকরা
ছবি : সংগৃহীত

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিভিন্ন দাবিতে করা অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে ৫২ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান তারা।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সকাল থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাকশ্রমিক।

শ্রমিকরা জানান, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গামের্ন্টেস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করে। এ সময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্যান্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে মালিকপক্ষ সব বকেয়া দেওয়ার আশ্বাস দেন। এরপরেই শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বর্তমানে সড়কে গাড়ির কিছুটা ধীর গতি রয়েছে। কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক চিত্রে ফিরে আসবে আশুলিয়া মহাসড়ক বলে।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি
আশুলিয়ায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার