• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৫:৩৮
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি : আরটিভি

ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২ অক্টোবর) ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের মধ্যে লোড-আনলোড কার্যক্রম চলমান থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার কাগজ যাচাইপূর্বক ভ্রমণের সহযোগিতা করছি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ভারতের ৩১ জেলে
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার