• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আ.লীগ নেতা পান্না ৫ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৬:১৩
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নবী উল্লাহ পান্নার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, এদিন সকালে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পান্নার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর নগরীর কলেজ রোড খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বিচারে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় গুলিতে নিহত হন ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ।

ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না: সারজিস আলম
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের