• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

পুজোর ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৭:৫৫
চরজব্বর থানা
ছবি: সংগৃহীত

পুজোর ফুল তুলতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে সন্ধ্যা রাণী দাস (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে।

সন্ধ্যা রাণী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্চয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

সন্ধ্যা রাণীর ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পুজো দেওয়ার জন্য বাড়ির পাশের আঙিনায় ফুল তুলতে যান চাচি। এ সময় ধানখেতের আইলে তার বাম পায়ে সাপে দংশন করে। তাৎক্ষণিক চাচি ঘরে ফিরে এসে বিষয়টি জানান। এরপরই তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা
নেশাজাতীয় ট্যাবলেট খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু