• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৯:০৪
গৃহবধূর মৃত্যু
ছবি: আরটিভি

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেসমিন আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী লোকাল নাসিরাবাদ ট্রেন আঠারবাড়ি রেলস্টেশনের শেষ প্রান্তে আসা মাত্রই গৃহবধূ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার মাথা বিচ্ছিন্ন ও পা থেঁতলে যায়। পরে মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আরাফাত হোসেন।

তিনি বলেন, জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ঘটনাটি কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের অধীনে হওয়ায় তারা মরদেহ নিয়ে গেছে।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ 
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ৬ কিলোমিটার যানজট