• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ০৫:১২
ছবি : সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ সময়ে স্থানীয় জনতা তিনটি বাসে আগুন দিয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর শহর থেকে এক যুবক সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময়ে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময়ে আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাসের চাপায় এক যুবক ঘটনানস্থলে মারা গেছেন। তাকে এলাকার লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৩ মাস পর গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন
ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, শিক্ষকসহ নিহত ৩ 
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলা কেটে হত্যা