• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলা কেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১০:৪০
শ্রীপুর থানা
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধু আবু সাঈদকে (২৩) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নে (মধ্যপাড়া) এক সেলুনের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক কারখানায় চাকরি করত।

অভিযুক্ত সেলুন কর্মচারী খলিলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিগান মোল্লা জানান, ভিকটিম আবু সাঈদ এবং সেলুন কর্মচারী খলিলের পূর্ব থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সম্পর্ক থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা-যাওয়া করত। একপর্যায়ে খলিলের স্ত্রীর সঙ্গে সাঈদের পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি খলিল বুঝতে পেরে তার বন্ধু সাঈদকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে এর ভেতর গলা কেটে হত্যা করে।

তিনি বলেন, ঘটনার পর থেকে সেলুন কর্মচারী নাপিত খলিল পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ
ইটভাটা শ্রমিকের নবজাতককে জিম্মি করে অর্থ দাবির অভিযোগ
ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা