লালমনিরহাটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। সে সঙ্গে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকেও আটক করা হয়।
জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও সাবেক যুবলীগ নেতা সফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
আরটিভি/এফএ-টি
মন্তব্য করুন