• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৬:১৯
ছবি : সংগৃহীত

সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক হজরত আলীকে (৩৫) হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (৪র্থ আদালত) শায়লা শারমিন এ রায় দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুস ছত্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের সুমন আহমদ, একই এলাকার শিপু মিয়া, জাকারিয়া মুন্নু এবং রুহল আমিন। তবে আদালতের স্বাক্ষ্য গ্রহণের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে কয়েকজন যাত্রী সিলেট থেকে হযরত আলীর সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে বিয়ানীবাজারের মাথিউরা যান। রাত সাড়ে ১০টায় মাথিউড়া পৌঁছে ওই যাত্রীরা হজরত আলীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে যাত্রীরা বেধড়ক পেটালে হজরত আলী অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হযরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সপরিবারে বাস করতেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পু‌লিশ সদস্যের 
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাশরাফির বিরুদ্ধে মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দিলো সিলেট স্টাইকার্স