• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

বেড়িবাঁধের দাবিতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ১৬:৩২
ছবি : আরটিভি

অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়িঘর, চলাচলের রাস্তাঘাট রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রায় ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, পশ্চিম লোন্দা গ্রামের ২৫০টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে জোয়ার ভাটায় ভেসে, ডুবে বসবাস করছে। আমরা বেঁচে থাকার জন্য, কৃষিজমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ চাই।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন
সবজিখেতের সঙ্গে এ কেমন শত্রুতা!
ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পথচারীদের চলাচল, উঠতে পারছে না যানবাহন
পাইকগাছা পৌরসভায় ইউনিয়ন থেকে পাইপ লাইনে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন