আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মালামালসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় কাপড়সহ আফজাল হোসেন প্রকাশ জুম্মানকে (৩৪) আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।
এর আগে বুধবার রাত সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারের দ্বিজয়পুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ২৭৯ পিস শাড়ি, তিনটি প্যান্টের পিস, ৭৫০ পিস ভারতীয় মীরাকেল ক্রিম উদ্ধার করা হয়। এ ছাড়াও ২টি পুরাতন অকেজো ল্যাপটপ, ২টি পুরাতন অ্যান্ড্রয়েট মোবাইল সেট, দেশীয় তৈরি দা-১টি, ছোরা-৩টি, টিন কাটা যন্ত্র-১টি, তার কাটার প্লাস-২টি, ফ্রেমসহ ১টি হেসকু ব্লেড উদ্ধার করা হয়।
আটক জুম্মান উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার দ্বিজয়পুর গ্রামের মৃত মাওলানা মো. মোখলেছুর রহমানের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় চোরাচালান ও অস্ত্র আইনে দুইটি মামলা করা হয়েছে। তাছাড়াও অপর এক অভিযানে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামি আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন