• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কার্টনে মিলল নারীর মাথাবিহীন খণ্ডিত মরদেহ

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২১:৫০
ছবি : আরটিভি

সাভারের আশুলিয়ায় দুইটি কার্টন বক্সের ভেতরে মিলেছে অজ্ঞাত নারীর মাথাবিহীন খণ্ডিত মরদেহ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টন বক্সের ভেতরে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টনের ভেতরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইটি কার্টনের ভেতর থেকে মাথাবিহীন তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
টঙ্গীতে সংঘর্ষ: আশুলিয়ায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
আশুলিয়ায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু